anil agarwal

গতবছর ২০১ কোটি, এবার ১৫০ কোটি টাকা দিচ্ছে বেদান্ত

গতবছর ২০১ কোটি, এবার ১৫০ কোটি টাকা দিচ্ছে বেদান্ত

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে দেশকে ১৫০ কোটি টাকা সহায়তা দেবেন বলে জানিয়েছেন ভারতের অগ্রণী মেটাল এবং তেল ও গ্যাস উৎপাদক সংস্থা বেদান্তর চেয়ারম্যান অনিল আগরওয়াল। অনিল আগরওয়াল বলেন, অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে ১৫০ কোটি টাকা সহায়তা প্রদানের জন্য এগিয়ে এসেছে বেদান্ত। এছাড়া তাঁরা যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও দেবেন। বিগত বছরেও বেদান্ত গ্রুপ কোভিড-বিরোধী লড়াইয়ের জন্য ২০১ কোটি টাকা ব্যয় করেছিল। বেদান্ত লিমিটেড দেশের ১০টি শহরে অতিরিক্ত ১০০০টি ক্রিটিক্যাল কেয়ার বেডের ব্যবস্থা করবে। প্রতিটি স্থানে ১০০টি বেড থাকবে এয়ার-কন্ডিশন্ড টেন্টে, যেখানে কোভিড চিকিৎসার সবরকম ব্যবস্থা রাখা হবে। ক্রিটিক্যাল কেয়ার বেডগুলি চালু হবে রাজস্থান, ওড়িশা, ছত্তিশগঢ়, ঝাড়খন্ড, গোয়া,…
Read More