12
Oct
টাফ্টস ইউনিভার্সিটির (Tufts University) এক সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে, প্রতিদিন ৪২.৫ গ্রাম আমন্ড খেলে তা কার্ডিয়োভাস্কুলার ডিজিজ সংক্রান্ত স্বাস্থ্যরক্ষার ব্যয় হ্রাস করতে পারে। আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়ার অর্থানুকূল্যে এই সমীক্ষাটি চালান হয়েছিল। এই সমীক্ষার উদ্দেশ্য ছিল এলডিএল কোলেস্টেরলের মাত্রায় পরিবর্তনের মাধ্যমে করোনারি হার্ট ডিজিজ প্রতিরোধে আমন্ড গ্রহণ কতটা ব্যয়সাশ্রয়ী তা নির্ণয় করা। প্রতিদিন ৪২.৫ গ্রাম আমন্ড খাওয়া ও না-খাওয়ার মধ্যের সম্পর্ক নির্ধারণের জন্য গবেষকরা একটি মডেল তৈরি করে নিয়েছিলেন। কার্ডিয়োভাস্কুলার ডিজিজ প্রতিরোধে আমন্ডের ব্যয়-সাশ্রয় বিষয়ক গবেষণার ফলাফলকে স্বাগত জানিয়েছেন ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী এবং পাইলেটস এক্সপার্ট ও ডায়েট অ্যান্ড নিউট্রিশন…