04
Feb
মুখ্যমন্ত্রীর কর্মীসভার তোরণ হুড়মুড় করে ভেঙে পড়ল ট্রাকের ওপর। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বিতর্ক ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। জানা গেছে আলিপুরদুয়ার শহরের কালজানি ব্রিজের সামনে মুখ্যমন্ত্রীর কর্মীসভার তোরন বুধবার বেলা আড়াইটা নাগাদ ভেঙে পড়ে। চলন্ত একটি ট্রাকের ওপর ওই তোরন ভেঙে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। শুধু কালজানি ব্রিজের কাছে নয় বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় কোথাও তোরন থেকে ফ্লেক্স খুলে পরে, আবার কোথাও তোরনের বাস খসে পড়ে যায়। কার্যত গোটা শহরে তোরন বিভ্রাট শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীর কর্মীসভার এই তোরনকে কার্যত হাতিয়ার করেছে আলিপুরদুয়ার জেলা বিজেপি। বিজেপির পক্ষ…