15
Jun
মর্মান্তিক দুর্ঘটনার কবলে ম্যাজিক ও ক্যান্টার। দুর্ঘটনার ফলে মৃত এক, গুরুতর জখম এক। ঘটনাটি ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার আনুমানিক ভোর ৫টা নাগাদ একজন পুরুষ ও মহিলা ম্যাজিক গাড়িতে জটেশ্বর বাজারে সবজি কিনতে যাচ্ছিল, অপরদিকে ফালাকাটা থেকে বীরপাড়া মুখে একটি বড় গাড়ি যাওয়ার পথে দলগাও চা বাগান এলাকায় উভয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে ছোট গাড়িতে থাকা এক মহিলার মৃত্যু হয় এবং ছোট গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরে শিলিগুড়ি রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুটি গাড়ি উদ্ধার করে জটেশ্বর…