akash live exam

আকাশ লাইভের পড়ুয়া এনটিএসই পরীক্ষায় শীর্ষে

আকাশ লাইভের পড়ুয়া এনটিএসই পরীক্ষায় শীর্ষে

আকাশ লাইভের ছাত্র অর্ণব পাতি তার ইনস্টিটিউট ও রাজ্যকে গর্বিত করে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এগজামিনেশনের (এনটিএসি) স্টেজ-১’এ পশ্চিমবঙ্গে শীর্ষস্থান দখল করেছে। অর্ণব ২০০ নম্বরের মধ্যে ১৯১ পেয়ে এই জাতীয়স্তরের পরীক্ষার পরবর্তী ধাপে বসার যোগ্যতা অর্জন করেছে। অর্ণব পাতিকে অভিনন্দন জানিয়ে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আকাশ চৌধরি বলেন, রাজ্যে শীর্ষস্থান দখল করায় অর্ণবের সাফল্যে তারা গর্বিত। এর পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, তার অভিভাবকদের সহায়তা ও আকাশের ‘কোয়ালিটি টেস্ট প্রিপারেশন’।  উল্লেখ্য, বর্তমান পরিকাঠামোয় এনটিএসই স্কলারশিপ দেওয়া হয় সায়েন্স ও সোস্যাল সায়েন্স ক্ষেত্রে ডক্টরাল লেভেল পর্যন্ত এবং মেডিসিন ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রফেশনাল কোর্সের সেকেন্ড-ডিগ্রি লেভেল পর্যন্তপড়াশোনা চালিয়ে যাবার জন্য। মেধা যাচাই করা হয় দ্বি-স্তরীয় সিলেকশন…
Read More