27
Aug
একে তালিবান ত্রাসে আতঙ্কে দিন কাটাচ্ছে আফগানবাসী৷ এরই মাঝে দোসর হল আইসিস৷ আফগান জুড়ে আতঙ্ক ছিল কাবুল বিমান বন্দরের বাইরে বড়সড় হামলার ছক কষছে ইসলামিক স্টেট খোরাসান জঙ্গিরা৷ এবার সত্যি হল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের এই আশংকা৷ জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর৷ কাবুল বিমানবন্দর চত্বরের পরপর তিনটি বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৯০ জন আফগান নাগরিকের। নিহতদের মধ্যে ৬০ জন আফগান নাগরিক থাকার পাশাপাশি ১৩ জন মার্কিন সেনা রয়েছেন। আহত আরও বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। এই হামলার প্রেক্ষিতে জঙ্গি গোষ্ঠী আইএস-খোরাসানকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরেই হামলাকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ তিনি জানিয়েছেন, হামলাকীরদের খুঁজে বার…