adamas

মিডিয়া জগতে নতুন কোর্স আনছে অ্যাডামাস

মিডিয়া জগতে নতুন কোর্স আনছে অ্যাডামাস

পূর্বভারতে শিক্ষা জগতে নামী বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে অ্যাডামাস ইউনিভার্সিটি ইতিমধ্যে অগ্রগণ্য। কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, আইনের বহুমুখী বিষয় সাফল্যের সঙ্গে পঠনপাঠনের পর এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর দিচ্ছে গণমাধ্যমের ওপর । মিডিয়া কোর্সের বিভিন্ন সহযোগী বিষয় গুলিকে প্রাধান্য দিয়ে মিডিয়া এবং কমিউনিকেশনে একগুচ্ছ কোর্স চালু হচ্ছে। কর্ণধার সমিত রায় জানিয়েছেন, জনগণকে প্রান্তিক খবর সময়োপযোগী করে তুলে ধরতে, এবং সম্যক, নিখুঁতভাবে পরিবেশন করতে , সাংবাদিকতা পেশাকে আরও পেশাদার এবং পারদর্শী করতে গণমাধ্যমের এই নতুন কোর্সগুলি চালু হচ্ছে । সাংবাদিকতায় কর্মক্ষেত্র এবং কাজের ধরনের চাহিদা হিসেবে বিশ্ববিদ্যালয় স্নাতকস্তরে পাঁচটি নতুন কোর্স শুরু করেছে । কোর্স গুলি হল- ১) জার্নালিজমে এম এ ২)এন্টারমেন্ট মিডিয়ায় এম…
Read More