20
Jan
ধুপগুড়ি জলঢাকা নদীর ব্রিজের ওপর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তেরজনের। ঘটনায় আহত একাধিক , আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জানা গেছে গতকাল ধূপগুড়ির জলঢাকা ব্রিজের ওপর একটি পাথর বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকথেকে আসা দুটি ছোট গাড়ির ওপর পরে যায়। স্থানীয়রা জানিয়েছেন ওই গাড়ি দুটি একটি বৌভাতের অনুষ্ঠান থেকে ফিরছিল। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় পাথর বোঝাই লরিটি ওই গাড়ির ওপর উল্টে গেলে পাথরে চাপা পরে যায় গাড়ি দুটি।ঘটনাস্থলে মারা যায় ১৩ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাটি গতকাল রাত দশটা নাগাদ। এই ঘটনায় স্থানীয়রাই প্রথমে পাথর সরিয়ে গাড়ির যাত্রীদের বের করে…