30
Jun
কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর মেঘালয়ে(Meghalaya) এখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপির হাতের পুতুল হয়ে বসে থাকা কনরাড সাংমার সরকারকে উৎখাতের লক্ষ্যে এবার এগোনোর বার্তা দিলেন। বুধবার শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত তৃণমূলের কর্মীসভা থেকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। কর্মীদের তিনি বলেন আগামী ৬ মাসের মধ্যে মেঘালয়ের দুর্নীতিগ্রস্ত পুতুল সরকারকে উৎখাত করতে হবে। তার জন্য কর্মীরা যখন যেখানে তাঁকে ডাকবেন, উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলংয়ে পা রেখে সেখানে তৃণমূলের দলীয় অফিস উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কর্মীসম্মেলনে উপস্থিত হয়ে তিনি বলেন, “সবাইকে ধন্যবাদ এখানে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী…