13
Nov
পাঁচশো কিংবা হাজারটাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করে দেওয়ার নাম করে গ্রাহকদের প্রতারণার একটি চক্র বেশ সক্রিয় মালদা জেলার বেশকিছু জায়গায়। এনিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ছিল বারংবার । সেই অভিযোগের ভিত্তিতে আজ রতন সিং নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল মহকুমাশাসক ।বাড়ি মালদা থানার মঙ্গলবাড়ী এলাকায়। বেশ কিছুদিন ধরেই মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে গ্রাম উন্নয়ন ভবনের নিচে আধার সেবাকেন্দ্রে দালালচক্রের অভিযোগ উঠে আসছিল। অভিযোগের ভিত্তিতে আজ আচমকাই সদর মহকুমা শাসক হানা দিয়ে ওই ব্যক্তিকে আটক করে।এই প্রতারণা কান্ডে কে কে আরো যুক্ত রয়েছে তার খোঁজ চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ।