27
May
কেএফসি ইন্ডিয়াসেফটি ও হাইজিনের ব্যাপারে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে। এখন থেকে তাদের ৪এক্স সেফটি প্রমিস-এর ওপরে আরও জোর দেওয়া হচ্ছে – স্ক্রিনিং, স্যানিটাইজেশন, সোস্যাল ডিসট্যান্সিং ও কন্ট্যাক্টলেস সার্ভিস। কেএফসি’র ৪এক্স সেফটি প্রমিস-গুলি এরকম: (i) স্ক্রিনিং – রাইডার ও টিম মেম্বারদের নিয়মিত টেম্পারেচার স্ক্রিনিং করা হয়। সর্দি, কাশি ইত্যাদি উপসর্গ থাকলে তার উপশম না হওয়া পর্যন্ত তাদের বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়। (ii) স্যানিটাইজেশন – সকল সারফেস, যেমন দরজা, দরজার হ্যান্ডেল, কাউন্টার, টেবল, চেয়ার ইত্যাদি প্রতি ৩০ মিনিট অন্তর স্যানিটাইজ করা হয়। টিম মেম্বাররা সবসময়ে হ্যান্ড ওয়াশ ও মাস্ক পরে থাকার নিয়ম কঠোরভাবে মেনে চলেন। (iii) সোস্যাল ডিসট্যান্সিং – শুধু টিম…