08
Oct
ওপেনসিগন্যাল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্ট সেপ্টেম্বর ২০২০’ অনুসারে ভিআই সবথেকে দ্রুতগতির ৪জি ডাউনলোড-আপলোড স্পীড ও সেরা ভিডিয়ো অভিজ্ঞতা দিচ্ছে গুয়াহাটিতে। এই রিপোর্টে ভিআই’কে ডাউনলোড ও আপলোড স্পীড, গেমস এক্সপিরিয়েন্স, ভয়েস এক্সপিরিয়েন্স ও ভিডিয়ো এক্সপিরিয়েন্সের দিক থেকে ভারতের সেরা ৪জি নেটওয়ার্ক হিসেবে বর্ণনা করা হয়েছে। সেপ্টেম্বর ২০২০-র ওপেনসিগন্যাল রিপোর্টের জন্য ভারতের ৫০টি শহরে মে থেকে জুলাই (২০২০) মাস পর্যন্ত টেলিকম গ্রাহকদের মোবাইল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে সমীক্ষা করা হয়েছিল। গুয়াহাটিতে ভিআই সর্বোচ্চ ডাউনলোড/আপলোড স্পীড প্রদান করছে। সেইসঙ্গে পরপর দুই ত্রৈমাসিক ধরে দিচ্ছে সেরা ভিডিয়ো এক্সপিরিয়েন্স। ভিআই’কে সেরা গেমস ও ভয়েস এক্সপিরিয়েন্স প্রদানকারীর স্থানেও বসানো হয়েছে। ওই রিপোর্ট অনুসারে, জাতীয় স্তরে ভিআই ‘বেস্ট ৪জি…