স্মাইল ট্রেন

শিলিগুড়িতে স্মাইল ট্রেন

শিলিগুড়িতে স্মাইল ট্রেন

কোভিড-১৯ অতিমারির কারণে স্বাস্থ্যক্ষেত্রে বন্ধ হয়ে থাকা সার্জারি পরিষেবা ফের চালু হচ্ছে। পশ্চিমবঙ্গে স্মাইল ট্রেনের পার্টনার হাসপাতালগুলিতে জন্মগত ক্লেফট লিপ ও প্যালেটের রোগীদের জন্য বিনামূল্যে ক্লেফট সার্জারি আবার শুরু হয়েছে। এক্ষেত্রে যথাযথভাবে কোভিড-১৯ সেফটি প্রোটোকল মানা হচ্ছে। মুখের এক জন্মগত সমস্যা ক্লেফট লিপ ও প্যালেট। এই সমস্যা পুরোপুরি দূর করা সম্ভব, তবে সঠিক বয়সে ছোটোদের চিকিৎসা না করলে তা অন্য নানারকম সমস্যা সৃষ্টি করে। এজন্য সার্জারি ও সংশ্লিষ্ট পরিচর্যা প্রয়োজন। চিকিৎসা দেরিতে শুরু করলে তা হিয়ারিং প্রব্লেম এবং রোগীর সামাজিক বিচ্ছিন্নতার কারণ হয়ে উঠতে পারে। বিগত ২১ বছরে স্মাইল ট্রেন ভারতে ছোটোদের জন্য ৬,২৫,০০০টিরও বেশি ক্লেফট সার্জারির সহায়তা দিয়েছে। পশ্চিমবঙ্গে…
Read More