17
Jun
গত বছর বৃষ্টির পরিমাণ সুদে আসলে পুষিয়ে নিল উত্তরবঙ্গ। অর্থাৎ এবছর সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করায় রীতিমতো ভাসিয়ে নিচ্ছে গোটা উত্তরবঙ্গ। ফুঁসছে বহু নদী। বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী চার–পাঁচ দিন এ রকমই বৃষ্টি হবে উত্তরবঙ্গে। প্রসঙ্গত, সেচ দপ্তরের তরফে দোমোহানি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়ছে। জলঢাকার জলস্তর বেড়েছে। তার আশপাশেও হলুদ সংকেত জারি করা হয়েছে। জল বাড়ছে রায়ডাক,…