11
Jun
মদ হাতে পেলে সুরাপ্রেমিরা প্রায়সই বলে থাকেন, সবার উপরে মদ সত্য, তাহার উপরে কেহ নাই! কারন, সারাদিনের দুঃখগুলোকে ধুয়ে মুছে দিতে মদের জুড়ি মেলা ভার। আর সেকথা মাথায় রেখে রাজ্যের সুরাপ্রেমীদের জন্য দারুণ সুখবর দিতে চলেছে পাঞ্জাব সরকার। জানা গিয়েছে, একধাক্কায় অনেকটাই কমতে চলেছে মদের দাম। ২০২২-২০২৩ আবগারি নীতি অনুযায়ী পঞ্জাব সরকার দেদার বিয়ার ভারতে তৈরি বিদেশি মদ বিক্রিতে ছাড়পত্র দিয়েছে। জানা গিয়েছে, এই সরকারি সিদ্ধান্তের ফলে মদের দামে ৩৫ থেকে ৬০ শতাংশ কমতে পারে। ১ জুলাই থেকে পঞ্জাবে এই নয়া নীতি চালু হবে। এই নয়া নীতির ফলে সব মিলিয়ে ৯ হাজার ৬৪৭ কোটি টাকা রাজস্ব আদায় করবে সরকার। ২০২১-২২…