06
May
গত দু’বছরে স্বাভাবিকভাবে যত মানুষ মারা যেতে পারে বলে ধারণা করা হয়েছিল, এ সংখ্যা তার চেয়ে ১৩ শতাংশ বেশি। রিপোর্টে এমনই তথ্য তুলে ধরল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও তথ্য অনুযায়ী, কোভিড-১৯ মহামারির কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৪৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই বিষয়ে ডা. টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস এক সাংবাদিক সন্মেলনে বলেছেন, করোনায় মৃত্যুর এ উপাত্ত কেবল মহামারির প্রভাবের দিকেই ইঙ্গিত করছে না, বরং সব দেশকেই আরও শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, আমরা যদি সঠিক সংখ্যার হিসেব রাখতে না পারি তবে পরবর্তী সময়ের জন্য…