21
May
মৃত্যুঞ্জয়ী বললেও হয়ত ভুল হবে না! কারন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষে পেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মূলত, চপারে যান্ত্রিক ত্রুটির কারনে শনিবার সকালে আগরতলার এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। জানা গিয়েছে, ত্রিপুরারই চাঁদিপুর এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল বিপ্লব দেবের। সেই মর্মে আজ সকালে অন্যান্য আধিকারিকদের নিয়ে সময়ে বিমানবন্দরে পৌঁছে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে উঠে বসেন। কিন্তু, যান্ত্রিক ত্রুটির কারণে টেকঅফ করা যায়নি। পাইলট বিষয়টি বুঝতে পারেন। চপারে প্রেসার-সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে বলেও জানানো হয়। সেই কারণে টেকঅফ সম্ভব হচ্ছে না হেলিকপ্টারের। প্রসঙ্গত, বিধানসভা ভোটের এক বছর আগেই আচমকা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন…