31
Mar
ভারতের ১ নম্বর স্মার্টফোন ও টিভি ব্র্যান্ড এমআই ইন্ডিয়া হইচই-এর সঙ্গে সহযোগিতায় প্যাচওয়ালে লঞ্চ্ করল ‘আর্লি অ্যাক্সেস’। এর ফলে এক্সক্লুসিভ বাংলা মুভি টাইটেলগুলি প্যাচওয়াল প্লাটফর্মে দেখা যাবে অফিসিয়াল রিলিজের ৪ ঘন্টা আগেই। এটা এমআই ও রেডমি টিভি’র ফ্যান ও গ্রাহকদের কাছে এক সুসংবাদ। বাংলা সিনেমার দর্শকরা এখন থেকে বিগেস্ট ব্লকবাস্টার মুভিগুলির প্রিমিয়ার দেখার সুযোগ পাবেন। সম্প্রতি এমআই ও রেডমি টিভি’র ব্যবহারকারীরা অফিসিয়াল রিলিজের ৪ ঘন্টা আগে প্যাচওয়ালে দেখেছেন ‘প্রেম টেম’। এছাড়া, আগামী ২ এপ্রিল তারা অন্যতম জনপ্রিয় বাংলা ওয়েব-সিরিজ ‘মোহমায়া’ দেখতে পারবেন রিলিজের আগেই। উল্লেখ্য, ভারতের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্যাচওয়াল ইন্টারফেস সকল এমআই টিভি’তে থাকে। প্যাচওয়ালে যেসব ফিচার্স থাকে…