28
Apr
দেশে ৫ রাজ্যের বিধানসভার ভোটের ফল বেরনোর পর থেকেই চড়চড় করে বেড়েছে জ্বালানীর দাম। এরইমাঝে গতকাল বুধবার বাংলা সহ বেশ কয়েকটি অবিজেপি রাজ্যগুলিকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়েছে, রাজ্যগুলিকেও অনুরোধ করা হয়েছিল। কিছু রাজ্য পেট্রোল-ডিজেলের ভ্যাট না কমানোয় মানুষের প্রতি অন্যায় হচ্ছে’। এরপরেই উদাহরন দিয়ে মোদী জানান, কলকাতায় যেখানে পেট্রোলের দাম ১১৫ টাকার বেশি, সেখানে লখনওতে পেট্রোল দাম ১০৫ টাকা। এরপরেই ওই রাজ্যগুলির প্রতি মোদীর আবেদন, “গত নভেম্বরে কথা থাকলেও তা হয়নি। এখন অন্তত ভ্যাট কমিয়ে নাগরিকদের সুবিধা দিন।” কিন্তু পেট্রোল- ডিজেলের এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র সরাসরি রাজ্যকে দায়ী করলেও, দেখা…