08
Apr
ইতিমধ্যে ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে যে সিদ্ধান্তটি ডেপুটি স্পিকার দিয়েছিলেন তাকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে বাতিল করে দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাশাপশি ইমরান খানের আহ্বানে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তাও অবৈধ ঘোষণা করা হয়েছে। এহেন সিদ্ধান্ত ইমরানের গদিচ্যুতি প্রায় নিশ্চিত করলেও পাকিস্তানের তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের শীর্ষ নেতা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্সকে। এদিন তিনি এও জানিয়েছেন, “দেশবাসীর প্রতি আমার বার্তা হচ্ছে আমি সবসময় এবং ভবিষ্যতেও শেষ বল পর্যন্ত পাকিস্তানের হয়ে লড়বো।” উল্লেখ্য,ইমরানের বিরুদ্ধে খারিজ হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হতে…