03
May
এযেন এক ভয়াবহ চিত্র। পড়ে আছে শুধু হাড়গোড়। খরা কবলিত আমেরিকার একটি হ্রদ থেকে এমনই চিত্র ফুটে সেদেশের সংবাদপত্রের পাতায় পাতায়। এই বিষয় নিয়ে সোমবার আমেরিকার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এমন অসংখ্য নরকঙ্কাল উদ্ধার করা হতে পারে এই হ্রদ থেকে। আমরা মনে করছি, যদি খরার প্রকোপ বাড়ে ও এই লেকের জলস্তর আরও কমে যায়, তা হলে এমন আরও অনেক নরককঙ্কার উদ্ধার হতে পারে। মনে করা হচ্ছে, এ বারের খরা পরিস্থিতির কারণে একে বারে তলানিতে গিয়ে ঠেকেছে জলস্তর। জলাধার থেকে হ্রদ, সর্বত্র কমছে জলের পরিমাণ। তবে, এই ধরনের কোনও মামলার সত্যি উদঘাটন করা, এত বছর পর, খুব কঠিন। উল্লেখ্য, যে…