ত্যারেয়া উৎসব

উত্তরবঙ্গে আজ পালিত হচ্ছে ত্যারেয়া উৎসব

উত্তরবঙ্গে আজ পালিত হচ্ছে ত্যারেয়া উৎসব

আজ ফাল্গুন মাসের তেরো তারিখ। উত্তরবঙ্গের জনসমাজে প্রচলিত রয়েছে যে ফাল্গুনের এই তেরো তারিখে বিদায় নেয় শীতকাল। তাই শীতের বিদায় বার্তা জানিয়ে উত্তরবঙ্গের বৃহৎ জনগোষ্ঠী রাজবংশী-কামতাপুরি মানুষরা এই ত্যারেয়া উৎসব পালন করে । আঞ্চলিক কথন ভঙ্গিতে এই উৎসবের নাম কোথাও ত্যারেয়া বা ট্যারেয়া উৎসব। জানা যায় ফাল্গুনের এই তেরো তারিখে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা পুর্বপুরুষদের নিয়ম নীতি মেনে বাড়ির পাশে ফাঁকা মাঠে কলা গাছের ঢোনার একটি পাত্রে ফুল,ফল, ধুপ,ধুনা সাজিয়ে এক বালতি জল নিয়ে যায় তেরেয়া পুজা করতে।এই পূজোতে মাদার গাছের ফুল ব্যবহৃত হয় বলে জানা যায়। পুজার শেষে সেই পাত্রটি কোন এক জায়গায় রাখার পর সেখানে শীতকে বিদায় দেয় পুজার…
Read More