16
Apr
বিরোধীরা দাবি করেছিলেন, আসানসোল লোকসভা কেন্দ্রে বহিরাগতকে প্রার্থী করেছে রাজ্যর শাসকদল। তবে সেই অভিযোগকে তুরি মেরে উড়িয়ে দিয়ে তৃনমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেছিলেন, আমি আপনাদের লোক। আমি বহিরাগত হলে ইনসাইডার কে? আসানসোলে ৫০% হিন্দিভাষী ভোট। তুমি তাদের ভোট চাইতে যাচ্ছো। তুমি তাদের নেতা বাছতে দিচ্ছো না। আর আমাকে বহিরাগত বলছো? আমি দেশের মানুষ, আমি দেশের সন্তান। ইন্দিরা গান্ধি থেকে রাহুল গান্ধি। সুচেতা কৃপালিনী থেকে সুষমা স্বরাজ। সবাই অন্য রাজ্যে গিয়ে লড়েছেন ।আর আমি বহিরাগত হলে, প্রধানমন্ত্রী তো বারাণসীতে লড়তে এলেন। তাহলে কী করে আমি হলাম বহিরাগত আর উনি হলেন ইনসাইডার। তবে যে যাই বলুক না কেন সেই বহিরাগত বাবুই এবার…