টাটা

টাটা ক্রুশিবল ক্যাম্পাস কুইজের ক্লাস্টার ২৪-এর ফাইনালে বিজয়ী হলেন আকাশ ভার্মা

টাটা ক্রুশিবল ক্যাম্পাস কুইজের ক্লাস্টার ২৪-এর ফাইনালে বিজয়ী হলেন আকাশ ভার্মা

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং (আইআইএম)এর স্টুডেন্ট আকাশ ভার্মা, ভারতের বৃহত্তম ব্যবসায়িক কুইজের প্রথম অনলাইন সংস্করণ, টাটা ক্রুশিবল ক্যাম্পাস কুইজ - ক্লাস্টার ২৪-এর ফাইনালে বিজয়ী হয়েছেন। ক্লাস্টার ২৪ ফাইনাল ব্যবসায়িক কুইজে অংশগ্রহণকারীরা মূলত প্রতিনিধিত্ব করেছিল মেঘালয়, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম থেকে।  কুইজের বিজয়ী, আকাশ ভার্মা,  ৩৫,০০০/-* টাকার নগদ পুরষ্কারের পাশাপাশি জোনাল ফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পাবে।কুইজটিতে রানার আপ হয়েছেন আইআইএম শিলংয়ের স্টুডেন্ট উত্কর্ষ সিংহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাস্টার নর্থ-ইস্ট, দার্জিলিং এর জেনারেল ম্যানেজার শ্রী জয়ন্ত দাস এবং বিভান্ত গুয়াহাটির জেনারেল ম্যানেজার–যারা ভার্চুয়াল পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যামে পুরস্কার প্রদান করেছেন। ক্যাম্পাস কুইজের অনলাইন সংস্করণের জন্য, ভারতকে ২৪ টি…
Read More