এমসোয়াইপ

এমসোয়াইপের এটিএম এক্সপ্রেস

এমসোয়াইপের এটিএম এক্সপ্রেস

দেশের উত্তরপূর্বাঞ্চলে ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো বৃদ্ধি করার ব্যাপারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে এমসোয়াইপ এটিএম এক্সপ্রেস চালু করল। এর দ্বারা ব্যবসায়ীদের ক্ষমতায়িত করা হবে যাতে তারা তাদের পয়েন্ট-অফ-সেল (পিওএস) টার্মিনালে গ্রাহকদের মাইক্রো-এটিএমের সুবিধা প্রদান করতে পারেন। গ্রামীণ এলাকা ও উত্তরপূর্বাঞ্চলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নতিকল্পে গতবছর আরবিআই ৫০০ কোটি টাকার পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড (পিএফআইডি) গঠন করেছিল। ওই প্রকল্পের সঙ্গে সঙ্গতি রেখেই এমসোয়াইপ এই পরিষেবা চালু করেছে। এর উদ্দেশ্য হল ডিজিটাল পেমেন্ট গ্রহণে ব্যবসায়ীদের উৎসাহিত করা, কারণ মাইক্রো-এটিএম সার্ভিসের ফলে গ্রাহকসংখ্যাও আয় বৃদ্ধি হয়। এমসোয়াইপ-এর এটিএম এক্সপ্রেসের মাধ্যমে গ্রাহকরা টাকা তুলতে ও অ্যাকাউন্ট ব্যালান্স চেক করতেপারবেন। এসএমই নেটওয়ার্কের…
Read More