31
Mar
ইমামি অ্যাগ্রোটেক লিমিটেড তাদের ইমামি হেলথি অ্যান্ড টেস্টি ব্র্যান্ড নামের আওতায় সয়া চাঙ্কস লঞ্চ করার মাধ্যমে এবার প্রসেসড ফুড ক্যাটাগরিতে প্রবেশ করল। এই প্রথম ভারতে ভোজ্য তেল ও মশলার রেঞ্জের জন্য জনপ্রিয় ইমামি হেলথি অ্যান্ড টেস্টি উপস্থিত করছে সয়া চাঙ্কস, যা তিনটি ইমিউনিটি বিল্ডিং নিউট্রিয়েন্ট সম্পন্ন, আর সেইসঙ্গে জিংক দ্বারা সমৃদ্ধ। আগামী ১২ মাসে প্রোডাক্টটিকে দেশব্যাপী পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রথমাবস্থায় ইমামি অ্যাগ্রোটেক তাদের ইমামি হেলথি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালান্স নিউট্রি সয়া চাঙ্কস লঞ্চ্ করছে পশ্চিমবঙ্গে। ইমামি হেলথি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালান্স নিউট্রি সয়া চাঙ্কস পাওয়া যাবে রেগুলার চাঙ্কস ও মিনি চাঙ্ক সাইজে – ৪৫গ্রাম, ৮০গ্রাম, ২০০গ্রাম পেট জার ও…