18
May
শিনা বরা হত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। প্রায় সাড়ে ছ'বছর জেলবন্দি থাকার পর শীঘ্রই জেল থেকে মুক্তি পাবেন বলে খবর। ইন্দ্রাণীর জামিন মঞ্জুর করতে গিয়ে বুধবার আদালত বলে, "ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করছি আমরা সাড়ে ছ'বছর বড্ড লম্বা সময়।" পরতে পরতে টানাটান রহস্য, সম্পর্কের টানাপোড়েনে মোড়া শিনা বরা মামলায় ইন্দ্রাণীই মূল অভিযুক্ত। আগের পক্ষের নিজের মেয়েকে তিনিই খুন করেন বলে অভিযোগ। তদন্তে জানা যায়, ২০১২ সালের এপ্রিল মাসে প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না, গাড়ির চালক শ্যামবর রাইয়ের সঙ্গে মিলে নিজেরই আগের পক্ষের মেয়ে, ২৪ বছরের শিনাকে গলা টিপে খুন করে জঙ্গলে জ্বালিয়ে দেন ইন্দ্রাণী। উল্লেখ্য, ২০১৫…