02
Oct
আসন্ন উৎসবের মরশুমের আগে অ্যামাজন ইন্ডিয়া তার ডেলিভারি নেটওয়ার্ক বাড়াচ্ছে। অ্যামাজনের ডেলিভারি পরিকাঠামো ঢেলে সাজিয়ে নেটওয়ার্কে বহুসংখ্যক নতুন ডেলিভারি পার্টনারকে যুক্ত করা হয়েছে, যাতে গ্রাহকদের বাড়তি চাহিদা মেটানো সম্ভব হয়। অ্যামাজনের ডেলিভারি নেটওয়ার্কে প্রায় ২০০ নতুন ডেলিভারি স্টেশন যুক্ত করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে ডেলিভারি সার্ভিস পার্টনারদের পরিচালিত ডেলিভারি স্টেশনও। উত্তরপূর্ব ভারতের অনেক প্রান্তিক শহরেও এইসব ডেলিভারি স্টেশন রয়েছে, যেমন চম্ফাই, কোলাসিব, লামডিং ও মোককচুং। ‘আই হ্যাভ স্পেস’ নামের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম-সহ ডেলিভারি প্রোগ্রামগুলিকে আরও মজবুত করে গড়েছে অ্যামাজন। এখন প্রায় ৩৫০টি শহরে ২৮ হাজারেরও বেশি পাড়ার দোকান বা কিরানা এর অন্তর্ভুক্ত। ‘আই হ্যাভ স্পেস’ প্রোগ্রামের মাধ্যমে অ্যামাজন স্থানীয় স্টোর মালিকদের…