অণ্ডকোষ

অনুব্রতর অণ্ডকোষের সমস্যা নিয়ে গভীর চিন্তায় চিকিৎসকমহল

অনুব্রতর অণ্ডকোষের সমস্যা নিয়ে গভীর চিন্তায় চিকিৎসকমহল

অণ্ডকোষ ছাড়াই কাটাতে হতে পারে বাকিটা জীবন! অনুব্রত মণ্ডলকে নিয়ে এমনই আশঙ্কা করছে চিকিৎসক মহল। হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রতর দু’টি অণ্ডকোষের অবস্থা খুবই খারাপ। সেটা নাকি ফুলেও গিয়েছে এবং সেখান থেকে রসও নির্গত হচ্ছে। এছাড়াও, আজ বুধবার সকালে কেষ্ট বাবুকে হাসপাতাল চত্বরে হাঁটানো হয়েছে। ছ’মিনিট মতো হাঁটার পর নাকি তিনি আর হাঁটতে পারছিলেন না। ক্লান্ত হয়ে বসে পড়েন তিনি। এই ছ’মিনিটে ৭০ মিটার মতো হেঁটেছেন তিনি। এরপরেই তৃণমূল নেতাকে অক্সিজেন দিতে হতে পারে বলেই খবর। তবে ইতিমধ্যে এক্স-রে, ইসিজি-সহ অনুব্রতর একাধিক রক্ত পরীক্ষা হয়েছে। জানা গিয়েছে, তাঁর হার্টে সামান্য ত্রুটি রয়েছে। লিভারের সমস্যার পাশাপাশি কোলেস্টেরলের ডায়াবেটিসও রয়েছে তৃণমূল…
Read More