সোনা

সাধারণ মানুষের নাগালের বাইরে সোনা, কত হলো দাম?

সাধারণ মানুষের নাগালের বাইরে সোনা, কত হলো দাম?

পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ দুই দিন বাদেই। অনেকেই এই দিনে সোনা কেনেন। তবে সোনার যা দর, তাতে পকেটে বেশ চাপ তৈরি করবে মধ্যবিত্তের। আজ, শুক্রবারও সোনার দাম আবার বাড়ল। তবে স্বস্তি জুগিয়ে রুপোর দাম, সামান্য কমেছে। নাগালে আসছে না কোনও ভাবেই। কেবল সোনার দাম চড়চড়িয়ে বেড়েই চলেছে। মার্চে শেষভাগে সেই যে সোনার দর ঊর্ধ্বমুখী হয়েছিল, তা এপ্রিল মাসেও একই রয়েছে। দিন-প্রতিদিন সোনার দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা। পয়লা বৈশাখ উপলক্ষে দাম কমা তো দূরের কথা উল্টে আরো বেড়েই চলেছে। চিন্তায় ফেলছে সাধারণ মানুষসহ সোনা ব্যবসায়ীদেরও। আজ, ১২ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৬,৬২১…
Read More