23
Apr
অবশেষে সুখের দিন শেষ হতে চলেছে। ১লা জুলাই থেকে থেকে অফিসের কাজের সময় বেড়ে ১২ ঘন্টা হতে চলেছে। এনিয়ে ইতিমধ্য তোড়জোর শুরু করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। তবে খুব দ্রুত করলেও ফোর লেবার কোডগুলি পুরোপুরি শুরু হতে নুন্যতম তিন মাস সময় লাগবে। কারণ, এখনও অবধি দেশের সব রাজ্য নিয়মগুলি তৈরি করে উঠতে না পারলেও, মোট ২৩ টি রাজ্য ইতিমধ্যে লেবার কোডের নিয়ম তৈরি করেছে। বাকি ৭ রাজ্যের কারনে আরও তিন মাস সময় লাগতে পারে বলে খবর। মূলত, ২৯টি শ্রম আইন নিয়ে ৪টি শ্রম কোড তৈরি করেছে কেন্দ্র - যেমন মজুরি, সামাজিক নিরাপত্তা, ইন্ড্রাসট্রিয়াল রিলেশন , পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য। কারন, এই…