28
May
রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে সরানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে? সূত্রের খবর, ইতিমধ্যে নবান্নের তরফে সবুজ সংকেত মিলেছে। খুব শীঘ্রই আইনি প্রক্রিয়া শুরু করছে রাজ্য। মূলত, সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানোর যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তার পরিপ্রেক্ষিতে শিক্ষামহল থেকে নানা প্রতিক্রিয়া উঠে এসেছে। এ বার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে আনার সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে। বিশিষ্টদের একাংশ বলছেন, আচার্য পদে মুখ্যমন্ত্রী, ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে বসানো হলে শিক্ষাঙ্গনে প্রবল ভাবে রাজনীতি ঢুকে পড়বে। আবার অনেকে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, রাজভবনের ওয়েবসাইট…