21
Jun
বিগত দু বছরের বেশি সময় পর ধীরে ধীরে স্থিতিশীল পরিস্থিতিতে ফিরেছে দেশের করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আবার আগের ছন্দে ফিরতেই ভ্রমণপিপাসু বাঙালি ফের ঘরছাড়া। রাজ্যের বাইরে তো বটেই, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্রগুলোতেও তাই নজরকাড়া ভিড়। বাদ যায়নি দিঘাও। বাঙালির অন্যতম কাছেপিটের পর্যটনকেন্দ্র বলতে প্রথমে যে নামটি মনে আসে সেটাই হল দিঘা। ফলে সপ্তাহান্তে ছুটির দিনে ইতিমধ্যেই দীঘা এবং পার্শ্ববর্তী সমুদ্রতটে নজরকাড়া ভিড়। আর এই সুযোগে পর্যটকদের পকেট কাটটে মাঠে নেমেছে হোটেল ব্যবসায়ীরা। অভিযোগ, কলকাতা থেকে যাওয়া পর্যটকের সংখ্যা বাড়তেই দীঘা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে হোটেলের ভাড়া রাতারাতি দ্বিগুণ হয়ে গিয়েছে। এর ফলে কোনো ভালো হোটেলে থাকতে গেলে রীতিমতো পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। সস্তার মধ্যে পুষ্টিকর পর্যটনকেন্দ্র…