08
Jan
কুয়াশার জন্য দিল্লি আসা ও যাওয়ার প্রায় ৩০০টি উড়ানের সময়সূচি বদলানো হয়েছিল। বিলম্বিত হয়েছিল অন্তত ২৫টি ট্রেন। দুর্ঘটনা এড়াতে ৩৭টি বিমানের সময়সূচি বদলে গেছে। উত্তর-ভারতে ও ধোঁয়াশার দাপট কমল না। বুধবার সকালে পরিবর্তন করতে হল একাধিক বিমানের সময়সূচি। বুধবার ভোর থেকেই রাজধানী দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চল ঢেকেছে ধোঁয়াশার পুরু আস্তরণে। দৃশ্যমানতা নেমে গিয়েছে ১০ মিটারে। রেল পরিষেবা তে-ও কুয়াশার প্রভাব পড়েছে। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা কুয়াশার আস্তরণে ঢেকে গিয়েছে। কুয়াশার কারণে বাতিল করতে হয়েছে একটি উড়ান। দিল্লি ও তার সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (আইএমডি)। জানা গিয়েছে কুয়াশার দাপট চলবে শুক্রবার…