দক্ষিণ ২৪ পরগনা

ডুবে গেল মৎস্যজীবীদের ট্রলার,১৪জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার

ডুবে গেল মৎস্যজীবীদের ট্রলার,১৪জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার

দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এফবি মা বাসন্তী নামে একটি ট্রলার শুক্রবার ১৪ জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নামখানা হরিপুর এলাকা থেকে রওনা দিয়েছিল বঙ্গোপসাগরে।কালিস্থান থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে ট্রলারটির পাটাতন হটাৎ ফুটো হয়ে যায়।তা বুঝতে পারেন ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা। বুঝতে পেরে তড়িঘড়ি ট্রলারটি ঘুরিয়ে নিয়ে নদীর কিনারে নিয়ে আসার চেষ্টা করেন মৎস্যজীবীরা।কিন্তু জলস্রোত থাকার কারণে ফুটো থেকে হু হু করে জল ঢুকতে থাকে ট্রলারে।তখনই আশেপাশে থাকা ট্রলার গুলি তড়িঘড়ি এসে ওই ট্রলারটির কাছে পৌঁছায় ।১৪জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেন অন্য ট্রলারে থাকা মৎস্যজীবীরা । এর পর ট্রলারটি নদীতে ডুবে যায়।উদ্ধারকারী মৎস্যজীবীদের ট্রলারগুলি ডুবে যাওয়া ওই ট্রলারটিকে…
Read More