27
Mar
ভারতের বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ড তানিশক লঞ্চ্ করল একটি ফ্লেক্সিবল পেমেন্ট অপশন ‘পে ফ্রম হোম’ সার্ভিস। দেশে নির্বাচনের সময়ে এই সার্ভিসের মাধ্যমে তানিশক গ্রাহকদের বাড়িতে বসে পেমেন্ট সম্পন্ন করার সুবিধা দেবে, এমনকি বাড়িতেও তাদের প্রোডাক্ট ডেলিভারি দেবে। প্রথম পর্যায়ে এই সার্ভিস চালু করা হচ্ছে আসাম, তামিলনাড়ু, পুদুচেরী, কেরালা ও পশ্চিমবঙ্গে। ‘পে ফ্রম হোম’ সার্ভিস হল তানিশকের ‘ফিউচার-ফার্স্ট কনজিউমার ইনিশিয়েটিভ’-এর একটি অংশ। যেসব রাজ্যে নির্বাচন হচ্ছে সেইসব রাজ্যের গ্রাহকরা তাদের পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন ‘পে ফ্রম হোম’ সার্ভিসের দ্বারা। স্টোরে গিয়ে বা তানিশকের ভিডিয়ো কলিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা জুয়েলারি বেছে নেওয়ার পর তানিশক গ্রাহকদের বাড়ি থেকে অর্থ সংগ্রহ করার ব্যবস্থা করবে।…