কোভিড-১৯

কোভিড-১৯ থেকে শিলচরকে বাঁচানো সম্ভব

কোভিড-১৯ থেকে শিলচরকে বাঁচানো সম্ভব

বিশেষজ্ঞদের একটি গোষ্ঠীর মতে শিলচরে কোভিড-১৯ সংক্রমণ, হসপিটালাইজেশন ও মৃত্যু উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে রাধামাধব রোড রেড-লাইট এলাকা খুলে দিলে। এই এলাকা বন্ধ রাখার মেয়াদ বাড়ালে তা কোভিড-১৯ কেস ও মৃত্যু ৯০ শতাংশ কমিয়ে দিতে পারে।  বিশেষজ্ঞদের মডেলে তুলে ধরা হয়েছে, রাধামাধব রোড রেড-লাইট এলাকা বন্ধ থাকলে অতিরিক্ত ৪০ দিনের বিলম্ব ঘটতে পারে ‘পিক’ থেকে। এই মডেলটি তৈরি করেছেন হার্ভার্ড মেডিকেল স্কুল ও ইয়েল স্কুল অফ মেডিসিনের একদল বিশেষজ্ঞ। মডেলটি থেকে জানা যাচ্ছে, যদি রাধামাধব রোড রেড-লাইট এলাকা চালু হয়ে যায় তাহলে রোগটি দ্রুত রেড-লাইট এলাকায় ছড়িয়ে পড়বে এবং যৌনকর্মী ও কাস্টমারদের অনেককেই সংক্রমিত করবে। এরফলে শিলচরে হসপিটালাইজেশনের হার ১৯…
Read More