01
Jun
প্রয়াত কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কে কে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। শোকবিহ্বল গায়ক ও সঙ্গীত পরিচালকেরা। পাশাপাশি তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে বিহ্বল হয়ে পড়েন ভক্ত থেকে অনুরাগীরাও। তাঁর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করে স্পষ্টবাদী সঙ্গীত পরিচালক অনু মালিক জানিয়েছেন, অত্যন্ত দুঃখের ঘটনা। এই খবরটা শুনে চোখের জল চোখেই শুকিয়ে গেছে। ওঁর এত কাজ, এত সুন্দর গান গেয়েছেন। ওঁর মতো এত ভাল একজন মানুষ আমি দেখিনি। ভালবাসতেন সকলকে খুব। ভীষণ সহজে যেকোনও গান গাইতেন। খুব পরিশ্রমী ছিলেন। আমাদের একসঙ্গে কাজ 'মুঝে কুছ কহেনা হ্যায়'-এর টাইটেল ট্র্যাক এখনও মানুষের মুখে মুখে ঘোরে। আমরা একসঙ্গে এত কাজ করেছি কিন্তু কখনও কোনও অহঙ্কার…