টেবিল ঘড়ি

মোঃ সাগর ইসলাম মিরান(বাংলাদেশ)

টিকটিক করে ঘুড়তেছে যে,,
আমার টেবিল ঘড়ি।
গুরুত্ব টা না বুঝেই,,
করছি সময় ফেরি।
ঘড়িটা আমার টেবিল জুড়ে,,
এঁকেছে একটা ছক।
ঐ ঘড়িটার কাটা ধরতে,,
ছিল আমার শখ।
ঘড়ি আমায় বলে তুমি,,
কর তোমার কাজ।
আমি তোমার টেবিল খানি,,
সাজিয়ে দেব আজ।
লোভের তোপে পরে আমি,,
আলসে কাটালাম সময়।
টেবিল ঘড়ি বলে আমায়,,
সন্ধা হল প্রায়।
চেয়ে দেখি শরির আমার,,
পুরাতন লাগে খুব।
পথ ভোলা অলস দেহে,,
পেয়েছি খুব ঘুম।
মনের সুখে ঘুম পড়িলাম,,
ফুরালো মোর দম।
ওপারে গিয়ে বুঝলাম আমি,,
ঘড়ির ফাঁকি সবি।

You May Also Like

More From Author