আজকের দিনের সমস্ত প্রস্তুতি শেষ, মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হবে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। কয়েক হাজার লোকের জন্য ভিড়। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধরা পড়লেন ভুয়ো পরিচয় দেওয়া এক ব্যক্তি।
এদিন সকালে হরিশ চট্টোপাধ্যায়ের মুখে কালো রঙের একটি প্রাইভেট গাড়ি নিয়ে থাকা এক ব্যক্তিকে আটকায় পুলিশ। নিজেকে পুলিশকর্মী দাবি করে ওই যুবক। জানা যাচ্ছে সেই গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গাড়ি থেকে উদ্ধার হয়েছে মাদকও। কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি তিনি। ইতিমধ্যেই ওই যুবককে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আজ ২১ জুলাই যখন মহানগরীতে তৃণমূল কর্মী-সমর্থকদের ঢল, সকলে ব্যস্ত তৃণমূলের শহীদ সমাবেশ নিয়ে ঠিক সেই সময় খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ভুয়ো পুলিশ সন্দেহে আটক এক। জানা গিয়েছে ব্যক্তির নাম শেখ নূর আমিন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।