দল বদলের পরেই উত্তরবঙ্গ সফর করছেন সুস্মিতা

সবে মাত্র কদিন হল দল বদল করছেন শিলচরের নেত্রী সুস্মিতা দেব। রাজ্যের শাসক দলের সাথে যুক্ত হয়েছেন তিনি। অন্যদিকে বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে লক্ষ্য উত্তর-পূর্ব ভারত। নিশানা এখন অসম এবং ত্রিপুরা। তাই এবার সদ্য দলে যোগদানকারী শিলচরের নেত্রী সুস্মিতা দেবকে সেখানে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার অর্থাৎ ১ সেপ্টেম্বর ত্রিপুরা সফরে যেতে পারেন সুস্মিতা দেব। প্রায় পনেরো দিনের কর্মসূচি রয়েছে তাঁর সেখানে। পাশাপাশি ফের একবার ত্রিপুরা সফরে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আগামী ৩ তারিখ পুনরায় ত্রিপুরা যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এই দুই নেতা নেত্রীর ঝটিকা সফরের ফলে ত্রিপুরায় যে তৃণমূল কংগ্রেস নিজেদের সংগঠন আরো মজবুত করার চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নেই। এই সফরের মাঝেই ত্রিপুরার বেশ কয়েকজন নেতা ঘাসফুল শিবিরে যোগদান করতে পারেন। এর আগে যতবার তৃণমূল প্রতিনিধি দল ত্রিপুরায় গিয়েছে ততবার বিরোধিতার মুখে পড়েছে। এমনকি দলের নেতাদের গ্রেফতার পর্যন্ত করা হয়েছে এবং কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ত্রিপুরার একাংশ। তবে নিজেদের সংগঠন মজবুত করার কাজ কোনো ভাবেই বন্ধ করতে চায় না বাংলার শাসক শিবির। তাই আবারও ত্রিপুরাতে ঘাসফুলের ধ্বজা ওড়ানোর লক্ষ্যে পাঠানো হচ্ছে প্রতিনিধি।

উল্লেখ্য, কলকাতায় এসে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অসমের নেত্রী সুস্মিতা দেব। তার আগে সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার ঘোষণা করেছিলেন প্রাক্তন এই সাংসদ৷