অবাক দৃশ্য জাপানের উপকূলীয় শহরে

আচমকাই অবাক দৃশ্য সাগর পাড়ে৷ চোখ পড়ল এক রহস্যময় বস্তু। বিশালাকার এক ধাতব বল৷ এমন দৃশ্য তো আগে কেই চাক্ষুষ করেনি। এর পরই এই বলকে কেন্দ্র করে জমতে শুরু করে জল্পনার মেঘ।

এই রহস্যময় বস্তুর দেখা মিলেছে জাপানের একটি সমুদ্র উপকূলে। জাপানের উপকূলীয় শহর হামামাতসুতে সম্প্রতি এই বিশালাকার বলের দেখা পাওয়া যায়। এমনটা আগে কখনও দেখেনি স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। সর্বোপরী বলটি এতটাই ভারী যে সেটিকে ধাক্কা দিয়েও সরানো যায়নি। যা আরও উদ্বেগ বাড়িয়ে দেয়৷ শুরু হয় তদন্ত। অবশেষে জানা যায়, বস্তুটি নিরাপদ৷ সন্দেহজনক বলটি ফাঁপা এবং সেটিকে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেই জানান বিশেষজ্ঞরা।

স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয়দের আশ্বাস দিয়ে বলেন, বস্তুটি শীঘ্রই সরিয়ে ফেলা হবে। তবে সেটি যে ঠিক ছিল তা নিয়ে সংশয় কাটেনি। বিস্মিত স্থানীয়দের কারোর মতে বিশালাকার বলটি ‘গডজিলা ডিম’ হতে পারে৷ আবার মহাকাশ থেকে নেমে আসা কোনও প্রাণীর অংশ হতে পারেন বলেও অনেকের মত!