AIIMS-এ চালু হবে সার্জিক্যাল রোবোটিক্স প্রশিক্ষণ কেন্দ্র

নতুন দিল্লির AIIMS-এ একটি  অত্যাধুনিক সার্জিক্যাল রোবোটিক্স প্রশিক্ষণ কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে AIIMS এবং Medtronic পার্টনারশিপ। এই প্রশিক্ষণ কেন্দ্রে সার্জনদের রোবোটিক সার্জারিতে বিশেষ ভাবে প্রশিক্ষিত করা হবে। এই ধরনের সার্জারিতে চিকিৎসকরা RAS  সিস্টেম ব্যবহার করেন। উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে AIIMS-এ প্রথম Hugo robotic-assisted surgery system ব্যবহার করে। যা ভারতে প্রথম।  

AIIMS এবং Medtronic পার্টনারশিপের লক্ষ হল দেশব্যাপী সার্জনদের রোবোটিক সার্জারিতে প্রশিক্ষিত করা। এছাড়াও এই পার্টনারশিপ RAS-এর নতুন প্রযুক্তি ও কয়েক দশকের অস্ত্রোপচারের দক্ষতাকে একত্রিত করে চিকিৎসকদের প্রশিক্ষিত করবে। 

RAS হল একটি উদীয়মান চিকিৎসা প্রযুক্তি। যা শল্যচিকিৎসা পদ্ধতিকে একটি উন্নত স্তরে পৌঁছে দেয়। এই রোবোটিক্স প্রশিক্ষণ কেন্দ্রে RAS পদ্ধতিতে উন্নতমানের সফট সার্জারির জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।