ফের শিরোনামে কয়লাকান্ড। এবার কয়লাকান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ইডিকে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক। মূলত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আবেদন করা হয়েছিল, ইডি কেন তাঁদের কলকাতায় জিজ্ঞাসাবাদ করছে না। শীর্ষ আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। তখনই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, সস্ত্রীক অভিষেককে কলকাতায় জেরার সমস্যা কোথায়? এর পরই মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইডিকে এই নির্দেশ দিল।
উল্লেখ্য, এর আগে কলকাতাতে এসেও অভিষেক এবং রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অভিষেকজায়াকে দিল্লিতে তলব করার পর তিনি জানিয়েছিলেন, তাঁর দুই শিশু সন্তানকে ফেলে দিল্লি গিয়ে ইডির সামনে হাজিরা দেওয়া সম্ভব নয়। যদিও সেই আবেদনে শেষ পর্যন্ত সাড়া দেয়নি ইডি। গত মার্চে ফের সস্ত্রীক অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানো হয় জেরা করার জন্য। অভিষেক তখন দিল্লিতে গেলেও রুজিরা যাননি। দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে এ ব্যাপারে মামলাও করেছিলেন অভিষেক।
প্রসঙ্গত, অভিষেকদের মামলার প্রধান যুক্তি ছিল, ইডি আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনে পশ্চিমবঙ্গের বেআইনি কয়লা পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠাচ্ছে। হেনস্থা করার উদ্দেশ্যেই আসলে কোনও ভৌগোলিক সীমানা মানা হচ্ছে না। অভিষেকের মামলার যুক্তি ছিল, অভিষেকের দল কেন্দ্রের শাসক দলকে ভোটে গো-হারা হারিয়েছে।তার পরেই কেন্দ্রীয় তদন্তকারীসংস্থাকে কাজে লাগিয়ে তাঁদের নিশানা করা হচ্ছে।