শীর্ষ আদালতের দ্বারস্থ কেন্দ্র

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্র। রাজ্যের তরফ থেকে আরজি করে মোতায়েন সিআইএসএফকে যথাযথ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতর।

গত ২০ আগস্ট আরজি করের ঘটনার প্রেক্ষিতে এখানকার নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়। এরপর ২৩ আগস্ট হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিজ হাতে তুলে নেয় কেন্দ্রীয় বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, রাজ্যের তরফ থেকে সিআইএসএফ-এর সাথে অসহযোগিতা করা হচ্ছে। সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি আর্জি জানানো হয়েছে। বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার যাতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যথাযথ সহযোগিতা করে সেই বিষয়ে সুপ্রিম কোর্টকে স্পষ্ট নির্দেশ দিতে হবে।