আওয়ামি লিগকে সমর্থন করলে ভালো হবে না ভারতের , হুমকি বাংলাদেশের

Estimated read time 1 min read

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে সমর্থন দিলে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা কঠিন হবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি শুক্রবার এ কথা স্পষ্ট করে বলেছে।

বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং বিএনপির ‘হিন্দু মুখ’ হিসেবে পরিচিত গয়েশ্বর রায় বলেন, “আমরা ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতায় আস্থাশীল। তবে ভারত সরকারের সেই চেতনা ও অনুভূতি বোঝা দরকার এবং সেরকম আচরণ করা উচিত। আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তবে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে যায়”।

গয়েশ্বর বলেন, নয়াদিল্লির উচিত বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে নয়, সমগ্র জাতির সঙ্গে সহযোগিতার পরিবেশ তৈরি করা। তিনি আরো দাবি করেন যে, এ বছরের বাংলাদেশে সংসদ নির্বাচনের সময় আওয়ামি লিগের একজন শীর্ষ নেতা প্রকাশ্যে ‘ভারতের প্রতি সমর্থনের’ কথা বলেছেন। বাংলাদেশে সাম্প্রতিক ক্ষমতা পরিবর্তনের পর দ্রুত ক্ষমতা সুসংহত করছে বিএনপি দল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ এই আবহাওয়ায় গয়েশ্বরের মন্তব্যকে ‘গুরুত্বপূর্ণ’ বলে মনে করছেন।

You May Also Like

More From Author