শক্তি বাড়াচ্ছে সুপার সাইক্লোন

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে ভয় ধরাচ্ছে সুপার সাইক্লোন। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি প্রবল বেগে ক্রমশ অগ্রসর হচ্ছে গুজরাট উপকূলের দিকে। যতই সময় যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে এই সাইক্লোনটি।

গুজরাটের কচ্ছ জেলার জাখাউ বন্দরের কাছে ঘূর্ণিঝড় বিপর্যয়-এর ল্যান্ডফল হওয়ার কথা। ইতিমধ্যেই প্রশাসনের তরফে এই জায়গা থেকে প্রায় ৭৪ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ সরবরাহ দলকে। কেন্দ্রীয় সরকার বিপর্যয় নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে গুজরাট সরকারকে।

ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি এর তথ্য অনুযায়ী, বিপর্যয় ঘূর্ণিঝড়ের ফলে সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলের কিছু অংশে ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ছয়টায় ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বিপর্যয় ল্যান্ডফল করবে জাখাউ বন্দরের কাছে।