চারিদিকে চর্চার মাঝে ‘অ্যানিম্যাল’ মনে ধরল না দাদা সানির

ধর্মেন্দ্রর দুই ছেলে স্বপ্নেও ভাবতে পারেননি দুই ভাইয়ের একাডেমিক ক্যারিয়ারের উত্থান এভাবে হবে। ‘গদর ২’ ছবির মাধ্যমে সানির অভিনয় জীবন আবার গতি পায়। এবার ‘অ্যানিম্যাল’’ ছবির মাধ্যমে ববি দেওলের সঙ্গে একই ঘটনা ঘটল। রণবীর কাপুর পুরো ফিল্ম জুড়ে, ববিকে সেখানে দেখা যায় প্রায় ২০ মিনিটের জন্য। কোনো সংলাপ নেই। ছবিটি দেখার পরই বুঝতে পারবেন ববি কামাল কী করেছেন। রণবীর যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই ববিকে নিয়েও চর্চার কমতি নেই। ভাইয়ের সাফল্যে খুশি বড় দাদা সানি। কিন্তু ‘অ্যানিম্যাল’ ছবিটি মোটেও পছন্দ করেননি সানি।

সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ১ ডিসেম্বর মুক্তি পায়। ছবিটি মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে ৬১ কোটি টাকা আয় করে। সপ্তাহ পেরিয়ে যাওয়ার আগেই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে। যদিও ছবিটি চরম পুরুষত্ব, সহিংসতা, দৈন্যতার জন্য সমালোচিত হয়েছে। তবে এটি ছবির ব্যবসায়িক সাফল্যে কোনো প্রভাব ফেলেনি। ‘পশু’ ছবিতে আবরার চরিত্রে দেখা গেছে ববিকে। চরিত্রটি আগে দুই স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয়বার বিয়ে করে। শুধু তাই নয়, চরিত্রটি এতটাই উগ্র এবং অশ্লীল যে সে বিয়ের দিন স্ত্রীকে প্রকাশ্যে জোর করে বৈবাহিক ধর্ষণও করে। তবে এই আবরার এতে কোনো সমস্যা নেই। পর্দায় এমন হিংস্র পুরুষের চরিত্রে অভিনয় করতে গিয়ে অভিনেতা কি কোনো অস্বস্তি বোধ করেননি? ববির অকপট কথা, “আমি যখন শুটিং করেছি, তখন আমার মধ্যে কোনো অস্বস্তি ছিল না।” তবে ‘অ্যানিম্যাল’ নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন সানির। তার অকপট কথা, “এই ছবিতে আমার অনেক কিছুই ভালো লাগেনি। ববির জন্য আমি খুশি। বেশ কিছু দৃশ্য আমার পছন্দ হয়নি। অন্যরা যেমন সিনেমা পছন্দ করে না। আমার নিজের ছবিতেও অনেক কিছুই ভালো লাগে না। একজন দর্শক হিসেবে আমি আমার ব্যক্তিগত মতামতের অধিকারী। ‘অ্যানিমাল’-এর গানগুলো বেশ ভালো। সিনেমার দৃশ্যের সঙ্গে মানানসই। ববি খুবই সাবলীল। এখন তিনি আবার লর্ড ববি।”