সানহার্ট গ্রুপ ও অজন্তা ওরিভা গ্রুপ এক যৌথ উদ্যোগের মাধ্যমে ভারতের বৃহত্তম ভিট্রিফায়েড টাইলস কারখানা স্থাপন করতে চলেছে। এর ফলে ৭৫০ জনেরও বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জিএসটি ও ফোরেক্সের মাধ্যমে এই কারখানা দেশের জিডিপি’তেও অবদান রাখবে।
সানশাইন টাইলস কোম্পানি প্রাইভেট লিমিটেডের ‘সানহার্ট ব্র্যান্ড’ ভারতের সেরামিক ইন্ডাস্ট্রিতে ষষ্ঠ নতুনতম ব্র্যান্ড। সানহার্ট একনাগাড়ে ৫ বছর ধরে ভারতীয় সেরামিক ইন্ডাস্ট্রির এক নম্বর রপ্তানিকারক এবং দেশের প্রথম ৩-স্টার এক্সপোর্ট হাউস।
সানহার্ট গ্রুপের চেয়ারম্যান মি. ভুদারভাই জানান, মি. জয়সুখভাই ভালোদিয়ার নেতৃত্ত্বাধীন অজন্তা ওরিভা গ্রুপের সঙ্গে তাদের এই যৌথ উদ্যোগ এবং তাদের গুজরাটের সমাখিয়ালির বিশাল কারখানা ভারতের টাইলস ইন্ডাস্ট্রিতে ইতিহাসের সূচনা করবে। সানহার্ট গ্রুপ ধাপে ধাপে বিনিয়োগ করবে টাইলস, স্যানিটারিওয়্যার ও বাথওয়্যারে। কোম্পানির লক্ষ্য হল আগামী ৩ বছরে ১০০০ কোটি টাকার ও আগামী ৫ বছরে ১৫০০ কোটি টাকার টার্নওভার অর্জন করা।