লালবাজার রাজভবনের ৪ কর্মীকে থানায় তলব করল। এর আগে শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনের তিন কর্মীকে লালবাজারের তরফ থেকে নোটিস পাঠানো হয়েছিল। এই আবহে ফের ডেকে পাঠানো হল চারকর্মীকে।
আর মঙ্গলবার রাজভবনের মোট ৭ জন কর্মীকে একসঙ্গে তলব করল লালবাজার। গত রবিবার হেয়ার স্ট্রিট থানায় রাজভবনের তিন কর্মীকে তলব করা হয়েছিল। তবে তাঁরা থানায় হাজিরা দেননি। ফলে পুলিশ আজ তাদের আবার ডেকে পাঠায়। তথ্য অনুযায়ী সেই তিন কর্মীর মধ্যে একজন কলকাতা ছেড়ে চলে গিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত চালাচ্ছে। এই ঘটনা সম্পর্কিত মে মাসের ২ তারিখের একটি সিসিটিভি ফুটেজে সামনে আসে। যেখানে দেখা যাচ্ছে ওই অভিযোগকারী মহিলা কাঁদতে কাঁদতে রাজভবনের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গিয়েছে, রাজভবনের কনফারেন্স রুমে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রায় ১৫ মিনিট ছিলেন।